বিজ্ঞাপন

দুর্বার মেসির লাগাম ধরে রাখতে চায় রোমা

April 3, 2018 | 2:34 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

এই মৌসুমে দুর্দান্ত গতিতেই ছুটে চলেছে বার্সেলোনা। আর দারুণ পারফর্ম করে চলেছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। বল পায়ে মেসি যে কতটা দুর্বার, তা রোমার সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন স্টিফান এল শারাউই। দুর্বার মেসির লাগাম ধরে রাখতে চায় রোমা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সার মুখোমুখি হবে রোমা। স্প্যানিশ জায়ান্টদের মাঠ ক্যাম্প ন্যুতে প্রথম লেগের ম্যাচটি খেলবে ইতালিয়ান জায়ান্ট রোমা। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে মেসিকে নিয়ে বেশ সতর্ক রোমা। আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে বেশ সতর্ক ইতালির উঠতি তারকা রোমার স্ট্রাইকার শারাউই। বার্সাকে হারাতে হলে শুধু মেসিকেই আটকাতে হবে বলে মনে করেন তিনি, ‘বল পায়ে মেসি দুর্বার। যে কোনো কিছুই সে মুহূর্তের মধ্যে ঘটিয়ে দিতে পারে। আমরা সবাই জানি বার্সার বিপক্ষে খেলাটা কতটা কঠিন। সেটা আবার তাদেরই মাঠে। কিন্তু, আমরা এটাও জানি আমাদের হারানোর কিছু নেই।’

বিজ্ঞাপন

শারাউই আরও জানান, ‘আমরা সেখানে আমাদের স্পিরিট ধরে রেখেই খেলবো। মাঠে পরিশ্রম করলে কোনো না কোনো সুযোগ আসবেই। দুই লেগ মিলিয়ে আমাদের ১৮০ মিনিট লড়তে হবে। সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট খেলার পরই সবকিছুর নিষ্পত্তি হবে। নিজেদের মাঠে ফিরতি লেগের খেলা আছে-এটাও মাথায় রাখতে হবে। আর সর্বোপরি বার্সার মাঠে ভালো ফল পাওয়ার চেষ্টা করতে হবে।’

২৫ বছর বয়সী ইতালিয়ান ফরোয়ার্ড মেসিকে নিয়ে আরেকটু যোগ করেন, ‘আমরা সেরা এক ফুটবলারের মুখামুখি হতে যাচ্ছি। শুধু বার্সা নয়, সারা বিশ্বের খেলোয়াড়দের মধ্যে মেসি এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার। তার মুভমেন্ট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

মেসির বার্সা না কি রোমা ফেভারিট-এই প্রসঙ্গে শারাউই বলেন, ‘অনেকেই বলছে আমরা এই লেগে ফেভারিট নই। এটা সত্যি। আমরা মানুষের এসব চিন্তায় মন দিতে চাই না। একটা গ্রুপ হিসেবেই ভালো খেলতে চাই। মেসির বিপক্ষে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করতে হবে। মাঠে তার প্রভাব যতটা সম্ভব সীমাবদ্ধ করে রাখতে হবে।’

বিজ্ঞাপন

আগামী ১২ এপ্রিল রোমার মাঠে খেলতে যাবে মেসি অ্যান্ড কোং। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দলটিই সেমি ফাইনালের টিকিট কাটবে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন