বিজ্ঞাপন

১৫ সেপ্টেম্বর থেকে ৬ ঘণ্টা করে বন্ধ সিএনজি স্টেশন

September 13, 2021 | 3:49 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

সোমবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বিষয়ে গত ১৯ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে বিকাল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা। এ বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশে ব্যবস্থা নিতে বলা হয় আদেশে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন