বিজ্ঞাপন

আবারো যুক্তরাষ্ট্রে ঘাঁটি গাড়বে ইউনাইটেড

April 3, 2018 | 5:40 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে নিজেদের প্রস্তুতি শুরু করার ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ারের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কিন মুলুকে দুই সপ্তাহের প্রাক মৌসুম কাটাবে ইউনাইটেড।

এই নিয়ে টানা দ্বিতীয় বছর প্রাক মৌসুমে ইউনাইটেড যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সফরে বেশ কিছু ম্যাচও খেলবে ইংলিশ জায়ান্টরা।

মেক্সিকান দল ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইউনাইটেডের প্রাক মৌসুম। আগামী ১৯ জুলাই আরিজোনার ফিনিক্স ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তিনদিন পরে সান্টা ক্লারাতে হোসে মরিনহোর দল মেজর লীগ সকারের ক্লাব সান জোসে আর্থকোয়েকের বিপক্ষে খেলবে।

বিজ্ঞাপন

ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড জানিয়েছেন, ‘ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের এই সফরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে খেলা আমাদের জন্য উপকারী। কারণ, অনুশীলনে বিশ্বসেরা সব সুবিধা রয়েছে সেখানে। ওখানকার দর্শকরা ফুটবলপ্রেমী আর তাদের সামনে খেলাটা বাড়তি আত্মবিশ্বাস পাইয়ে দেয়। একটি আদর্শ পরিবেশে খেলে আমাদের খেলোয়াড়রা নিজেদের নতুন মৌসুম শুরু করতে পারবে।’

গতবারও আমেরিকায় ঘাঁটি গেড়েছিল ইউনাইটেড। সেবার ১৫ দিনের সফরে খেলেছিল প্রাক মৌসুমের পাঁচটি ম্যাচ। এবারের বাকি সূচি খুব শিগগিরই প্রকাশ করবে ইউনাইটেড।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন