বিজ্ঞাপন

‘বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে পয়লা বৈশাখের অনুষ্ঠান’

April 3, 2018 | 6:15 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : সারাদেশে পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। শুধু ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এছাড়া মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ পরা যাবে না, হাতে রাখতে হবে। আর শোভাযাত্রাটি র‌্যাব-পুলিশ ঘিরে থাকবে। একইসঙ্গে শোভাযাত্রায় কোনো ভুভুজেলা বাজানো যাবে না।

পয়লা বৈশাখ-১৪২৫ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মঙ্গলবার (৩ এপ্রিল) এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবিসহ সকল নিরাপত্তা বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের মূল অনুষ্ঠান হবে। এ জন্য রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করা হবে। এ সব এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি স্থাপন করা হবে। ওয়াচ টাওয়ার ও সার্চ লাইন স্থাপন করা হবে। এছাড়া আকাশ থেকেও এই এলাকা পর্যবেক্ষণে রাখা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রমনা ও সোহরাওয়ার্দী পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ সকল অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে বন্ধ করে দিতে হবে। এ নির্দেশনা সারাদেশের জন্য প্রযোজ্য হবে। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হবে তা র‌্যাব-পুলিশ কর্ডন করে রাখবে। শোভাযাত্রায় কেউ মুখোশ মুখে পরতে পারবে না। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বাহাদুর শাহ পার্ক থেকে যে র‌্যালি বের হবে তাতেও একই নিরাপত্তা থাকবে। এদিন কারাগারের বন্দিদের মাঝে বিশেষ খাবার সরবরাহ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘রাজধানীর ২০টি পয়েন্টে বিশুদ্ধ খাবারের পানি সরবরাহ করা হবে। কোনো অনুষ্ঠানে ব্যাকপ্যাক, ধাতব পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না।’

বিজ্ঞাপন

তিনি জানান, এবার রাজধানীর সহ সারাদেশেই ইভটিজিং প্রতিরোধ টিম কাজ করবে। পাশাপাশি ইভটিজিং রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

নিখোঁজ আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অনুসন্ধান চলছে। শিগগিরই এ বিষয়টি জানাতে পারব।’

সারাবাংলা/এইচএ/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন