বিজ্ঞাপন

শান্তদের ভাবনায় পাকিস্তান সিরিজ

September 15, 2021 | 9:19 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ছুটির আমেজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সদস্যরা। তবে টেস্ট দলের ক্রিকেটাররা ঘাম ঝড়াচ্ছেন চট্টগ্রামে। অনেকদিন খেলার বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলার ব্যবস্থা করা হয়েছে মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহিদের। কাল মাঠে গড়াবে এইচপি ও ‘এ’ দলের প্রথম ম্যাচটি। নাজমুল হোসেন শান্ত জানালেন, এই সিরিজে তাদের লক্ষ্য আসন্ন পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হওয়া ।

বিজ্ঞাপন

এইচপি দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। কাল মাঠে গড়াবে চার দিনের প্রথম ম্যাচটি। আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তরুণ বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমাদের পরবর্তি যে সিরিজটা আছে পাকিস্তানের বিপক্ষে সেখানে চট্টগ্রামে ম্যাচ আছে। অতএব এখানে চার দিনের যে ম্যাচগুলো খেলব সেটা আমাদের ওই টেস্ট ম্যাচে কাজে লাগবে। আর এতোদিন আমরা নিজেদের বিভাগের হয়ে অনুশীলন করেছি। সবাই একসঙ্গে হয়ে অনুশীলন করার সুযোগ ছিল না। এবার সেটা হচ্ছে বলে খুবই ভালো।’

গত শ্রীলংকা সিরিজের পর থেকেই ক্রিকেটের বাইরে টেস্ট দলের সদস্যরা। পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তার আগে বাংলাদেশের টেস্ট খেলার সুযোগও নেই। এতো লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা নিশ্চয় ভালো কিছু নয়। শান্ত বললেন, এই সিরিজটা টেস্ট দলের ক্রিকেটারদের জন্য দারুণ এক সুযোগ।

তিনি বলেন, ‘আমরা যারা নিয়মিত টেস্ট খেলি বা যাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সেভাবে খেলা হয় না তারা আবার অনকেদিন পর একত্রিত হয়েছি। আমাদের একটা টুর্নামেন্ট খেলার সুযোগ হয়েছে। আমাদের সকলের জন্য ভালো একটা সুযোগ এটা। আমাদের অনেক দিনের একটা গ্যাপ ছিল। অতএব আমাদের ম্যাচ খেলা খুব জরুরী হয়ে পড়েছিল। আমরা টেস্ট ম্যাচ অনেকদিন পরপর খেলি। অতএব ম্যাচ খেলার যে সুযোগ বিসিবি সেটা করে দিয়েছে, এটা খুবই ভালো একটা সুযোগ আমাদের জন্য।’

বিজ্ঞাপন

করোনা ভাইরাসকে পাশ কাটিয়ে ক্রিকেট বেশ সচল হয়েছে দেশে। ফলে আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বিষয়েও বেশ আশাবাদি বিসিবি। শান্ত এই টুর্নামেন্টকে এনসিএলের জন্যও সহায়ক বলেছেন, ‘সামনে আমাদের এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) আছে। ওটার জন্যও ভালো একটা প্রস্তুতি হবে বলে আমি মনে করি। এখানে যদি ব্যাটাররা রান করে বা বোলররা উইকেট পায় তাহলে এনসিএলের জন্য প্লেয়াররা আত্মবিশ্বাসী থাকবে এবং ওখানে ভালো করার সুযোগটা বেশি থাকবে।’

এদিকে, কাল থেকে শুরু হতে যাওয়া ম্যাচে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও মেহেদি হাসান মিরাজ খেলতে পারছেন না। করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন মিরাজ। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন মুমিনুল। ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মুমিনুলের।

এই সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল:

বিজ্ঞাপন

মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু এক দিনের ম্যাচের জন্য)।

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন