বিজ্ঞাপন

ট্রেন থেকে নামতে গিয়ে বিচ্ছিন্ন হলো হাত

September 15, 2021 | 9:27 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে নুর উদ্দিন (১৭) নামে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর জানান, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে থামার  নুর উদ্দিন চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করে। এ সময় সে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি নুর উদ্দিনের বাম পায়ের পাতাও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থল থেকে ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আহত নুর উদ্দিন জানায়, তার বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলায়। তার মা মনিরা বেগমকে খুঁজতে ট্রেনে করে ঢাকায় আসে সে। তার বাবার নাম মৃত মন্টু মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত নুর উদ্দিনেরর বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই কিশোরকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন