বিজ্ঞাপন

ঢাকা লিগই সবচেয়ে উপভোগ করি: তামিম

April 3, 2018 | 7:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগ প্রায় শেষের দিকে, সতীর্থদের অনেকেই খেলছেন সেখানে। তবে তামিম ইকবাল যে খেলতে পারছেন না, তা জানা হয়ে গেছে আগেই। ইচ্ছা থাকলেও অবশ্য হতো না, হাঁটুর চোট যে বেশ কিছুদিনের জন্য ছিটকে দিয়েছে তাকে। তবে তামিম বললেন, ঘরোয়া লিগের মধ্যে প্রিমিয়ার লিগে খেলাটাই বেশি উপভোগ করেন।

খেলতে না পারলেও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য নিয়মিতই আসতে হচ্ছে মিরপুরে। মঙ্গলবার (৩ এপ্রিল) বিসিবির লাউঞ্জে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নিজের হতাশার কথা।

তামিম জানান, ‘সত্যিই ঢাকা লিগ খেলাটা খুব এনজয় করি। ঘরোয়া ক্রিকেটে এই আসরটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। এই আসরের ক্রিকেটের মান অনেক উঁচুতে। এই আসরে খেলোয়াড়রা শতভাগের চেয়ে বেশি এফোর্ট দেয়। এ রকম একটা আয়োজনে খেলতে না পারাটা হতাশাজনক। কিন্তু এই মুহূর্তে আমার ইনজুরি থেকে সেরে উঠাই আমার মূল কাজ। কারণ জাতীয় দলের অনেক খেলা আছে। আশা করি ফিট হয়ে গেলেই আমি খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবো।’

বিজ্ঞাপন

হতাশার আরও কারণ আছে, এবারের লিগে যে সেঞ্চুরির মেলা বসেছে। কাল পর্যন্তই সেঞ্চুরি হয়ে গেছে ৪৭টি। সেখানে অবশ্য বোলারদের মান আর উইকেটের চরিত্র নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে তামিম ইতিবাচক দিকটাই বেশি দেখতে চান, ‘এটা অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। আপনি যেখানেই রান করুন না কেনো (সেটা বড় ব্যাপার), বোলারদের মান কেমন ছিলো সেটা বড় নয়। রান করাটাই বড় কথা। অনূর্ধ্ব-১৩ দলে হোক বা জাতীয় দলে হোক, রান করা সহজ কাজ নয়। ৪৭টি সেঞ্চুরি অনেক বড় ব্যাপার। আশা করি সামনে আরো বাড়বে।’

তারপরও মাশরাফির মতো অল্প কিছু ব্যতিক্রম বাদ দিলে বোলাররা যে সেভাবে মেলে ধরতে পারেননি, সেটা কি দুশ্চিন্তার বিষয় নয়? তামিমও মানলেন তা, ‘এই একটা জায়গায় আমাদের খুব দ্রুত উন্নতি করা দরকার। কারণ জাতীয় দলেও যদি দেখেন, আমি বিশ্বাস করি যে, বোলাররাই আমাদের ম্যাচ জেতায়; বড় বড় জয় যদি দেখেন, ভারত-সিরিজ (২০১৫), দক্ষিণ আফ্রিকা-সিরিজ (২০১৫) বা পাকিস্তান-সিরিজ (২০১৫)। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং বিভাগ যদি সেরা পারফর্ম দেয়, তাহলে ম্যাচ জেতা সহজ হয়ে যায়। আমি আশা করবো, আমাদের যে বোলাররা ফর্মে নেই, তারা দ্রুত তাদের সেরা অবস্থায় এসে যাবেন। জাতীয় দলের ব্যাটিং বিভাগটা একটু স্থির এখন। এর সঙ্গে বোলিং বিভাগ যদি পারফর্ম করা শুরু করে, তাহলে কঠিন কঠিন ম্যাচও আমরা জিততে শুরু করব।’

তরুণ ব্যাটসম্যানদের কাছ থেকে চাওয়া পূরণ হয়েছে কি না এই প্রশ্নে তামিম অবশ্য সতর্ক পথেই হাঁটলেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, এ বছরের উইকেট খুব ভালো ছিলো। তরুণরা যদি আরো একটু ভালো করতো, ভালো হতো। কিন্তু একেবারে ভালো করে নাই, সেটা বলা ভুল হবে। বিজয় (এনামুল হক) রান করেছে, শান্ত (নাজমুল হোসেন) কিছুটা রান করেছে। এটা বলতে পারেন, আরো বেশি তরুণরা যদি রান করতো, তাহলে আরো ভালো হতো। আসলে অতোটা খেলা দেখা হয় নাই, সুতরাং খুব বেশি কথা না বলাই ভালো। (জাতীয়) দলে যে তরুণরা আছে, তারা খুব চেষ্টা করে। কখনো কখনো তারা আমাদের (সিনিয়রদের) চেয়েও বেশি পরিশ্রম করে। শুধু রেজাল্টটা পাচ্ছে না। এটা গেমপ্ল্যানের কারণে হতে পারে। আমার বিশ্বাস, বেশি দিন নয়, ওরাও বড় বড় পারফর্ম করা শুরু করবে।’

বিজ্ঞাপন

তামিমের কথাটা তরুণদের জন্য প্রেরণাই হতে পারে।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন