বিজ্ঞাপন

বোয়ালখালী পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় খোদ আ.লীগ নেতা

September 17, 2021 | 10:38 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এস এম মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন অতি উৎসাহী হয়ে ভোটার ও আমার কর্মী-সমর্থকদের নির্যাতন-নিপীড়ন ও হয়রানি করছে। তাদের ঘরে ঘরে তল্লাশি করছে। এতে গ্রেফতার আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পৌরসভার বিদায়ী প্যানেল মেয়র ও ‍উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মিজানুর রহমান এসব অভিযোগ করেন। তিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০ সেপ্টেম্বর সোমবার বোয়ালখালী পৌরসভা পদে নির্বাচন হবে। তবে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। ওইদিন শুধু কাউন্সিলর পদে নির্বাচন হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘যুদ্ধাকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ছৈয়দ হারুন-অর-রশিদ আমার পিতা। আমি গতবার জনগণের বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়র হয়েছিলাম। পাশাপাশি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছি। এবারও আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। এলাকার জনগণ সবসময় আমার পাশে ছিলেন, বর্তমানেও আছেন।’

বিজ্ঞাপন

‘কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আমার প্রচারণায় নানাভাবে হয়রানি করা হচ্ছে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা ধরণের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমার ব্যানার-পোষ্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা, নিরীহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভীতিকর পরিস্থিতি তৈরির নেপথ্যে স্থানীয় একজন জনপ্রতিনিধির প্রতি ইঙ্গিত করেন এস এম মিজানুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন