বিজ্ঞাপন

‘বিদ্যুতের কুইক রেন্টাল প্রকল্প জনগণের টাকায় শ্বেতহস্তি পালন’

September 17, 2021 | 11:40 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র (কুইক রেন্টাল) চালানোকে দায়মুক্তি দিয়ে আরও পাঁচ বছর সময় বাড়িয়ে সংসদে আইন পাসে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা দেশবাসীকে দেওয়া সরকারের ওয়াদার বরখেলাপ। ভাড়াভিত্তিক দায়মুক্তির এসব বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ ও জ্বালানি খাত চুরি, দুর্নীতি, লুটপাট, অনিয়ম আর অব্যবস্থাপনার লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। বিদ্যুতের কুইক রেন্টাল প্রকল্প জনগণের টাকায় শ্বেতহস্তি পালন।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের কুইক রেন্টাল কেন্দ্রগুলোকে ‘শ্বেতহস্তি পোষা’ হিসাবে আখ্যায়িত করে এই বামনেতা বলেন, ‘এই শ্বেতহস্তি টিকিয়ে রাখতে ইতিমধ্যে সরকারকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অংকের অর্থ বাড়তি দিতে হয়েছে, যার জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই। এতদিন ধরে বলা হচ্ছিল বিদ্যুতের ঘাটতি নেই।এখন আবার শুনতে হচ্ছে ঘাটতির কথা।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি দায়মুক্তির বিধান রেখে বিদ্যুতের কুইক রেন্টাল সংক্রান্ত আইন বাতিল করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম, চুরি, লুটপাট ও অব্যবস্থাপনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করারও দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন