বিজ্ঞাপন

চাকরি জাতীয়করণের দাবিতে রেলের অস্থায়ী গেটকিপারদের মানববন্ধন

September 19, 2021 | 2:52 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের অস্থায়ী গেটকিপাররা। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে অস্থায়ী গেটকিপার সমন্বয় পরিষদ।

বিজ্ঞাপন

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং সেটা ২০২১ সালের মধ্যেই করতে হবে। আমরা জানি কীভাবে তা আদায় করতে হবে। তাই আমরা জোর দাবি জানাই এটার বাস্তবায়নের জন্য।

সাধারণ সম্পাদক রায়হান মোল্লা বলেন, আমরা এখানে এসেছি সরকারকে একটি বার্তা দেওয়ার জন্য। আমাদের অনেককিছু থেকে বঞ্চিত করা হয়। আমরা মানবেতর জীবনযাপন করি।

তিনি বলেন, আমাদের বেতন কেন বন্ধ থাকবে? কেন রাজস্বকরণ করা হবে না? আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই মানববন্ধন সারাদেশ থেকেই রেলওয়ে অস্থায়ী গেটকিপাররা এসে যোগ দেয়। মানববন্ধন শেষে তারা কিছু সময় বিক্ষোভও করেন।

সারাবাংলা/টিএস/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন