বিজ্ঞাপন

কর্ণফুলী নদী থেকে স্কুল ছাত্রসহ ২ জনের মরদেহ উদ্ধার

September 19, 2021 | 8:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এবং রোববার দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে বলে চট্টগ্রামের নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার দুপুরে নগরীর আনু মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রাহাত নামে ১৩ বছর বয়সী এক কিশোর। রাহাত সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কামাল উদ্দীনের ছেলে। তিনি নগরীর সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তাকে উদ্ধারে শুক্রবার বিকেল থেকে শনিবার দিনভর নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তল্লাশিতে স্কুলছাত্র রাহাতকে পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যার পর কর্ণফুলী নদীর ৭ নম্বর ঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে রোববার দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ থেকে তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করি। তার নাম-পরিচয় আমরা এখনও পাইনি। বয়স আনুমানিক ৩৫ বছর। নীল রঙের জিন্স প্যান্ট এবং কালো টি-শার্ট আছে গায়ে।’

বিজ্ঞাপন

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্ত্রী দিলেন তালাক, প্রতিশোধ নিতে শ্বশুরের দোকানে আগুনডেমরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহততীব্র খরা ও অনাবৃষ্টিতে হাঁড়িভাঙ্গা আম চাষে বড় ক্ষতির শঙ্কাধর্ম অবমাননার অভিযোগে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারশেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসের নতুন যাত্রামিয়ানমার থেকে এসেছে জি থ্রি রাইফেল-রকেট সেল, গ্রেফতার ৫গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনওসি-চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা তদন্তের নির্দেশশেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: নক্ষত্রের প্রজ্জ্বলনসম্পদের তথ্য গোপন, সাবেক পৌর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা সব খবর...
বিজ্ঞাপন