বিজ্ঞাপন

‘মেসিকে আটকানোর পথ জানা নেই’

April 4, 2018 | 12:28 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিশ্বের সেরা কোচদের মধ্যে অন্যতম পেপ গার্দিওলা কিছু দিন আগে মন্তব্য করেছিলেন, লিওনেল মেসিকে আটকানোর কোনো পথ নেই। ম্যানচেস্টার সিটি কোচের কথার সঙ্গে একমত রোমা ডিফেন্ডার কসতাস মানোলাস। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে মেসির ব্যাপারে কথা বলতে গিয়ে ইতালিয়ান ক্লাবটির গ্রিক ডিফেন্ডার মানোলাস জানালেন, ‘মেসিকে আটকানোর কোনো পথ জানা নেই।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রোমা। বুধবার ন্যু ক্যাম্পের প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়, ম্যাচটি দেখাবে সনি টেন ১।

চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন মেসি। লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদেরকে দিয়ে করিয়েছেন ১২টি। দুরন্ত মেসিতে ভর করে স্প্যানিশ লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের থেকে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে মেসি অ্যান্ড কোং।

বিজ্ঞাপন

লিগের সবশেষ ম্যাচেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি জ্বলে উঠেছিলেন। ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতে ইতালি আর স্পেনের বিপক্ষে খেলতে পারেননি। তবে, ইনজুরি নিয়েই খেলেছেন লিগের সবশেষ ম্যাচে, সেভিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকে সেভিয়া যখন জয়ের আনন্দ করতে প্রস্তুতি নিচ্ছিল, তখনই সুয়ারেজের গোলে ব্যবধান কমায় বার্সা। ৮৮ মিনিটে সুয়ারেজ গোল করেন। আর ইনজুরি নিয়ে বদলি খেলোয়াড় হয়ে খেলতে নেমে ৮৯তম মিনিটে গোল করেন মেসি। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ বাঁচিয়ে দেন মেসি। লিগে তার দারুণ পারফর্মে এখনও বার্সা অপরাজিত।

আগুনে ফর্ম নিয়েই মেসি নামতে যাচ্ছেন রোমার বিপক্ষে। দুর্দান্ত মেসির প্রশংসা করতে গিয়ে রোমার তারকা ডিফেন্ডার মানোলাস জানান, ‘গার্দিওলাই ঠিক, তিনি বলেছেন তাকে (মেসি) আটকানোর কোনো পথ নেই। আপনি যদি কোনোমতে মেসিকে আটকাতেও পারেন, তখন আবার বাকি ১০ খেলোয়াড় আঘাত করবে। অবশ্যই মেসি ছাড়া বার্সা অন্যরকম দল। আমাদেরকে নিজেদের সেরাটা খেলতে হবে।’

২০১৫ সালের নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে শেষবার বার্সার মুখোমুখি হয়েছিল রোমা। গ্রুপ পর্বে সেবার ঘরের মাঠে ১-১ ড্র করলেও বার্সার মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ইতালিয়ান ক্লাবটি। ওই ম্যাচের পুরোটা সময় খেলেছিলেন মানোলাস। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ভালো কিছু করতে চান এই সেন্টার-ব্যাক।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘ওই ম্যাচে আমরা কৌশলগতভাবে পিছিয়ে ছিলাম। আমরা অনেক বেশি আক্রমণে উঠেছিলাম এবং তারা সহজেই জায়গা পেয়েছিল। আমরা বার্সাকে সমীহ করি; কিন্তু আমরা নিজেদের শক্তি সম্পর্কে সচেতন। এবার বড় ব্যবধানে হারের শঙ্কা অন্তত থাকবে না। গ্রুপ পর্বে আমরা দেখিয়েছি যে, আমরা ভালো দল। এখন খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ। তারা হয়তো ফেভারিট। কিন্তু আপনি যখন ১১ জন নিয়ে ১১ জনের বিপক্ষে খেলবেন তখন জানেন না কি হবে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন