বিজ্ঞাপন

রোনালদো অনন্য : জিদান

April 4, 2018 | 5:27 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা গোল করলেন জুভেন্টাসের বিপক্ষে। মঙ্গলবার রাতের ম্যাচে দারুণ এক বাইসাইকেল কিকে অসাধারণ গোলটি করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্বের অনন্য এক ফুটবলার বললেন ফরাসি কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের প্রথম দুই গোলই করেছেন রোনালদো। মার্সেলোর করা অপর গোলেও অবদান রাখেন সিআর-সেভেন। চ্যাম্পিয়নস লিগে টানা দশ ম্যাচে গোল করার নতুন কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা স্ট্রাইকার।

ম্যাচের ৬৪তম মিনিটে দানি কারভাহালের ক্রসে বাইসাইকেল কিকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেছিলেন রোনালদো। বাতাসে ভাসতে থাকা অবস্থায় জোরালো সেই শটে কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইলি বুফনকে পরাস্ত করেছিলেন রোনালদো।

বিজ্ঞাপন

জুভেন্টাসের বিপক্ষে যেভাবে খেলেছেন রোনালদো সেটা দেখেই হয়তো রোনালদোর এমন প্রশংসা করলেন জিদান, ‘আপনি বলতেই পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো।’

জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেরা গোলটি দেখার পর জিদান বললেন, ‘সে (রোনালদো) নিজেকে সমসময়ই অনন্য এক ফুটবলার হিসেবে প্রমাণ করেছে। চ্যাম্পিয়নস লিগে সে সমসময় সেরা কিছু করার চেষ্টা করেছে এবং সে কখনো ক্লান্ত হয়না, এটাই তার গুণ।’

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর করা গোলটির প্রশংসা করলেন জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রিও, ‘আমি জানি না চ্যাম্পিয়নস লিগের এটিই সেরা গোল কিনা, তবে বিস্ময়কর এক গোল এটি। রোনালদো এখন যেভাবে খেলছে এজন্য তাকে অভিনন্দন জানাতেই পারেন।’

৩-০ ব্যবধানে হেরে জুভেস্টাস যে অনেকটাই পিছিয়ে পড়েছে সেটাও বললেন আলেগ্রি, ‘ম্যাচের তৃতীয় গোলের পর আমি হতাশ হয়েছিলাম। ফিরতি লেগে ড্র করার সম্ভাবনা ছিল এর আগ পর্যন্ত কিন্তু এখন সেটা অসম্ভব।’

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর গোল হলো ৯টি। প্রতিযোগিতার ইতিহাসে একক কোনো দলের বিপক্ষে রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। বায়ার্ন মিউনিখের বিপক্ষেও রোনালদোর গোল ৯টি। আর্সেনালের বিপক্ষে ৯ গোল আছে বার্সেলোনা তারকা লিওনেল মেসির।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন