বিজ্ঞাপন

টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ পিছিয়ে গেল অস্ট্রেলিয়া

April 4, 2018 | 6:49 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

মাঠে, মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। বল টেম্পারিং কেলেঙ্কারিতে টালমাটাল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কাছেও সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে। সিরিজ শেষে টেস্ট র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়লো অস্ট্রেলিয়া।

দ.আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ ছাড়াও শেষ হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ। ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-০তে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। দুটি সিরিজ শেষে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখলো ভারত। ১২১ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকলো বিরাট কোহলিরা। র‌্যাংকিংয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকা (১১৭ পয়েন্ট)।

বিজ্ঞাপন

ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ে এক ধাপ এগিয়েছে নিউজিল্যান্ড (১০২ পয়েন্ট)। র‌্যাংকিংয়ে চার নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছে কিউইরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরে র‌্যাংকিংয়ে এক ধাপ নেমেছে অস্ট্রেলিয়া (১০২ পয়েন্ট)। বাজেভাবে হেরে তালিকার তিন থেকে চারে নামলো তারা।

এছাড়াও ৯৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে ইংল্যান্ড। র‌্যাংকিংয়ে ছয় নম্বরে শ্রীলঙ্কা (৯৫), সাতে পাকিস্তান (৮৮), আটে ওয়েস্ট ইন্ডিজ (৭২)। ৭১ পয়েন্ট তালিকার নয় নম্বরে আছে বাংলাদেশ এবং সবার নিচে আছে জিম্বাবুয়ে (১)।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন