বিজ্ঞাপন

শ্রীলঙ্কা সফরে এক টেস্ট কম খেলবে দক্ষিণ আফ্রিকা

April 4, 2018 | 8:57 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কথা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার। কিন্তু আয়োজনের আগে বুধবার (৪ জুলাই) একটি টেস্ট কমিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এছাড়াও প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়ান্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ আয়োজনকে সামনে রেখে সময়সূচী ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়েই। ১২ জুলাই থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট এবং ২০ জুলাই থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

২৯ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ডাম্বুলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে (দিবা-রাত্রি) অনুষ্ঠিত হবে ১ আগস্ট। চার দিন বাদে (৫ আগস্ট) সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। কলম্বোয় ৮ আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ ম্যাচ এবং ১২ আগস্ট একই মাঠে দিবা-রাত্রি ম্যাচ দিয়েই ওয়ানডে সিরিজ শেষ হবে।

বিজ্ঞাপন

১৪ আগস্ট কলম্বোয় অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন