বিজ্ঞাপন

শর্ত মেনে আইএলও কনভেনশনের প্রটোকল সমর্থন

October 4, 2021 | 9:48 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের শর্ত মেনে ‘জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন, ১৯৩০’ এর প্রটোকল ২৯ অনুসমর্থনের প্রস্তাব দিয়েছে মন্ত্রিসভার বৈঠক। সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠকে এই সমর্থন দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ১৯৩০ সালে একটি কনভেনশন করে। পরে ২০১৪ সালে জবরদস্তি শ্রম নিয়ে একটি প্রটোকল করে। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়ে আসা হয়েছে। জাতির পিতার উদ্যোগে ১৯৭২ সালের ২৬ জুন আমরা এ শ্রম কনভেনশন সমর্থন করি। আইএলওর ৫২ সদস্য রাষ্ট্র প্রটোকল ২৯ সমর্থন করেছে।

সচিব বলেন, ‘আমাদের সংবিধানের ৩৪ নম্বর অনুচ্ছেদেও এটি রয়েছে। যেহেতু আমরা ১৯৭২ সালে কনভেনশন সই করেছি, তাই আমাদের প্রটোকলে সই করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের একটি শর্ত ছিল, জিএসপি অনুযায়ী আইএলও কনভেনশন মেনে চলতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন