বিজ্ঞাপন

এবার ইংল্যান্ডকে ডাকলো পাকিস্তান

April 5, 2018 | 11:45 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

প্রায় ১৩ বছর পর নিজেদের মাটিতে সিরিজ খেলতে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংলিশরা। তবে, এবারের আমন্ত্রণে এখনও সাড়া দেয়নি ইংল্যান্ড।

২০০৯ সালে শ্রীলঙ্কার টিম সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। এরপর থেকেই নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য মরিয়া পাকিস্তান। গত বছর থেকে অল্প কিছু হলেও ম্যাচ আয়োজন করছে দেশটি।

২০১৫ সালে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করেছিল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল আয়োজনের পর গত বছর আইসিসির বিশ্ব একাদশ সেখানে খেলে এসেছ। সম্প্রতি পিএসএলের ফাইনাল সহ বেশ কয়েকটি ম্যাচ হয়েছে পাকিস্তানে। তার আগে শ্রীলঙ্কাও খেলে গেছে। এবার ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তান সফর করলো।

বিজ্ঞাপন

নিরাপত্তার কোনো ঝামেলা না হওয়ায় এবার পাকিস্তান আরও আশাবাদী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস ড্রিউয়ের মাধ্যমে ইংলিশ ক্রিকেট বোর্ডকে এবার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আমরা সাফল্য পেয়েছি। এর অর্থ দাঁড়ায় যে আমরা সন্ত্রাস ও মৌলবাদ পরাস্ত করেছি।’

ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস ড্রিউ আমন্ত্রণ পাওয়ার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা তাদের আমন্ত্রণ পেয়েছি। আমি আশা করি দীর্ঘদিন পর হলেও খুব শিগগিরই ইংল্যান্ড দলকে পাকিস্তানে স্বাগত জানাতে পারবো।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরেরজামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় ইনু-শিরীনের সন্তোষ প্রকাশপদ্মা সেতুর সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যুকোটা আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ ও দায়ীদের বিচার দাবি সুজনের সব খবর...
বিজ্ঞাপন