বিজ্ঞাপন

পাকিস্তানকে জেতাতে রমিজের ‘ব্ল্যাংকচেক অফার’

October 8, 2021 | 4:06 pm

স্পোর্টস ডেস্ক

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারাতে পারলে পাকিস্তান ক্রিকেট দলের জন্য উপহার হিসেবে ব্ল্যাংকচেক ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন বোর্ড (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ অক্টোবর) পাকিস্তান স্টক এক্সেচেঞ্জ পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

অক্টোবরের ২৪ তারিখ সুপার টুয়েলভ রাউন্ডে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান ভারতের মুখোমুখি হবে।

এর আগে, টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। তার মধ্যে চার বারই জয় পেয়েছে ভারত। আর একটি ম্যাচ নাটকীয়ভাবে টাই হয়েছে।

বিজ্ঞাপন

এসময় পিসিবি সভাপতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইঙ্গিত করে বলেন, তাদের পরামর্শে আইসিসি রাজনীতিকীকরণের কবলে পড়ে দুর্নীতিগ্রস্ত একটি সংস্থায় পরিণত হয়েছে। তাই, আইসিসি’র ওপর নির্ভরতা কমিয়ে পিসিবি স্বনির্ভরতার পথে হাঁটতে চায় বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট আইসিসি’র কাছ থেকে ৫০ শতাংশ অর্থায়ন পেয়ে থাকে। আর আইসিসিতে ভারতের অর্থায়ন ৯০ শতাংশ। এখন ভারত আইসিসিতে অর্থায়ন বন্ধ করে দিলে পাকিস্তানে ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন