বিজ্ঞাপন

দেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

April 5, 2018 | 12:53 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্থিতিশীল সরকার যত দিন থাকবে ততদিন এদেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইসাব আয়োজিত ফায়ার সেফটি মেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দেশের উন্নয়নের পাশাপাশি অগ্নি নিরাপত্তা জরুরী। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। ২০০৮ সালে ক্ষমতা নেওয়ার পর দেশে ফায়ার সার্ভিসের সংখ্যা ছিল ১৯৩ টি। বর্তমানে এ সংখ্যা ৩৩৫ টি। প্রকল্প শেষ হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৫৪ টিতে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশীরা এখানে এসে জিজ্ঞাসা করে, তোমরা জঙ্গিবাদ মোকাবেলা করলে কিভাবে। আমরা বলেছি, এদেশের মানুষ জঙ্গিবাদকে ঘৃনা করে। এতোটাই ঘৃনা করে যে, নিজের সন্তানের লাশটিও নিতে চান না। প্রধানমন্ত্রীর ডাকে দেশের মানুষ সবাই সাড়া দিয়েছিল জঙ্গিবাদের বিরুদ্ধে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, এক সময় হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ। কিন্তু এখন সেই কিসিঞ্জার সাহেবকে বাংলাদেশে আমন্ত্রণ জানাই, আপনি এসে দেখে যান বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছি। এখন আমরা দিন দিন এগিয়ে যাবো। তারই একটা আয়োজন আজকের এই মেলা।

ফায়ার সেফটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন