বিজ্ঞাপন

সাংবাদিকদের হয়রানি করলে কঠোর পদক্ষেপ: আইনমন্ত্রী

October 10, 2021 | 5:04 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, অন্যায়ভাবে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি। যারা দেশের বাইরে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (১০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আনিসুল হক এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করনে সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

আইনমন্ত্রী বলেন, ‘ই-ভ্যালির মতো অনেক ই-কমার্স প্রতিষ্ঠান যারা ডিজিটাল গ্রাহক প্রতারণায় জড়িত, তাদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে পদক্ষেপ নেওয়ার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে কেউ ডিজিাটাল নিরাপত্তা আইনে মামলা করলে তা যাচাই-বাচাই না করে গ্রেফতার করা হবে না এবং হচ্ছেও না। মূলত সাইবার ক্রাইমের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। সাংবাদিকদের কোনো ধরনের হয়রানির উদ্দেশ্য সরকারের নেই।’

রাজারবাগ দরবার শরীফের সংবাদ প্রচার করায় ৮ সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘কোনো সাংবাদিকে যদি হয়রানি করা হয়, তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। হয়রানি বন্ধে যা করা দরকার, তাই করা হবে। তবে আমি চলমান কোনো মামলার বিষয়ে প্রতিক্রিয়া দেব না। এতে করে বিচার কাজে প্রভাব পড়তে পারে।’

বিজ্ঞাপন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ৯০ বার পেছানো হলো কেন?- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের ফৌজদারি আইনে যেকোনো অপরাধের তদন্ত ভার পুলিশের হাতে ন্যস্ত করা আছে। তাই তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলাপের দরকার নেই। তবে আপনারা যেহেতু বলেছেন, সেহেতু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলব।’

আইনমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে যারা সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের সাইবার অপরাধ আইনের আওতায় আনা হচ্ছে। তারা বিদেশে বসে অপকর্ম করলেও বাংলাদেশে অপরাধ করেছেন বলে ধরে নেওয়া হবে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন