বিজ্ঞাপন

লিগের শেষ ম্যাচে শেখ জামালের হার

April 5, 2018 | 3:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্সের ম্যাচে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম মুখামুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যান সমিতি। লিগের শেষ ম্যাচে শেখ জামালকে ৪ উইকেটে হারিয়েছে খেলাঘর।

লো-স্কোরিং ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে শেখ জামাল তোলে ১৬০ রান। জবাবে, ৩৬.৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় খেলাঘর।

শেখ জামালের ইনিংসে বড় স্কোর করতে পারেননি কেউ। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ইনিংস সর্বোচ্চ ৪৭ রান। ভারতীয় তারকা উন্মুখ চাঁদ করেন ২ রান। ইলিয়াস সানি ১, তানবীর হায়দার ১২, জিয়াউর রহমান ১২ রান করেন। সোহাগ গাজী ২৭ আর আল ইমরান ২৫ রান না করলে আরও আগেই গুটিয়ে যেত শেখ জামালের ইনিংস। শেষ দিকে ১৬ রান করেন রবিউল হক।

বিজ্ঞাপন

খেলাঘরের রবিউল ইসলাম রবি, আল মানেরিয়া আর মোহাম্মদ সাদ্দাম দুটি করে উইকেট পান। একটি করে উইকেট নেন তানভীর ইসলাম, আবদুল হালিম, মাসুম খান।

১৬১ রানের সহজ টার্গেটে খেলতে নেমে খেলাঘরের ওপেনার রবি (০) আর মাহিদুল অঙ্কন (৫) দ্রুত বিদায় নেন। তিন নম্বরে নেমে অমিত মজুমদার করেন ১৪ রান। বেশিক্ষণ টিকতে পারেননি আল মানেরিয়া (১১)। দলীয় ৩২ রানেই খেলাঘর হারিয়ে ফেলে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে।

তবে, হাল ছেড়ে দেননি খেলাঘরের অধিনায়ক নাজিমুদ্দিন। ৮২ বলে খেলেছেন ৬১ রানের দারুণ এক ইনিংস। সঙ্গী হিসেবে সমর্থন দিয়েছেন ৪৬ রান করা রাফসান মাহমুদ। ১০৮ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। আনজুম আহমেদ অপরাজিত ১১ এবং মাসুম খান অপরাজিত ৮ রান করেন।

বিজ্ঞাপন

শেখ জামালের নাজমুল ইসলাম ৯.৫ ওভারে ৩২ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন