বিজ্ঞাপন

‘প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে’

October 14, 2021 | 5:16 pm

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিন দেওয়া। এছাড়া তার আরেকটি স্বপ্ন শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের হাতে ৬০ লাখ ভ্যাকসিন আছে। যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ভ্যাকসিন দেব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন। এদিন সদর উপজেলার চারটি স্কুলের ১২ থেকে ১৭ বয়সী ১২০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘শিক্ষার্থীদের আমেরিকার ফাইজার কোম্পানির তৈরি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। খোদ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এই ভ্যাকসিন দিচ্ছে। এই ভ্যাকসিন খুবই নিরাপদ। আগামীতে শিক্ষার্থীদের এক কোটি ভ্যাকসিন দিতে পারব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় পরবর্তী সময়ে দেশের ২১টি স্থানে শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে। রাজধানীতে বিশাল আয়োজনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু করা হবে। করোনাভাইরাস থেকে শিশুদের নিরাপদ রাখতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘দেশে ইতোমধ্যে পাঁচ কোটি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে দেশের ৫০ ভাগ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া সময় মতো ভ্যাকসিন পেলে আগামী বছরের এপ্রিলের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এখন সংক্রামণের হার ২ দশমিক ৪ শতাংশ। মৃত্যুর সংখ্যাও অনেক কম।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন