বিজ্ঞাপন

‘ধর্মান্ধরা গণশত্রু, এদের নির্মূল করা নৈতিক দায়িত্ব’

October 14, 2021 | 6:15 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব ‍উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিন নেতা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে মাহতাব উদ্দিন ও আ জ ম নাছির বলেন, ‘বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক ও ধর্মভীরু এবং আন্তঃধর্মীয় বন্ধনে আবদ্ধ। তবে মহল বিশেষ, যারা গণবিচ্ছিন্ন ও জনগণের মুখোমুখি হতে ভয় পায়, তারা হীন স্বার্থে ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে আঘাত করতে তৎপর। প্রত্যেক ধর্মভীরু মানুষ নিজের ধর্ম বিশ্বাসে যেমন অনুগত, তেমনি ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মমতের প্রতিও শ্রদ্ধাশীল। তাই সঙ্গত কারণে ধর্মান্ধরা গণশত্রু। এদের প্রতিহত ও নির্মূল করাটা ধর্ম-মত-বর্ণ নির্বিশেষে সকলের নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব।’

অপর এক বিবৃতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দেশে অতীতের মতো এবারও দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হচ্ছে। সকল ধর্মের অনুসারীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই ঐতিহ্যগতভাবেই বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। যদি কোনো মহল এই ঐতিহ্যকে ধ্বংস করার হীনমানসে অসাম্প্রদায়িক ভাবমূর্তির উপর আঘাত হানতে চায়, সেই সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সচেতন থাকতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন