বিজ্ঞাপন

১২ বছর পর আবার ট্রফি দেখল প্রিমিয়ার লিগ

April 5, 2018 | 6:11 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

বিকেএসপির বাতাসে তখন জয়ের সৌরভ পাচ্ছে আবাহনী। রূপগঞ্জের ৬ উইকেট নেই, প্রিমিয়ার লিগের শিরোপা আবাহনীর হাতে ওঠাটা কেবল সময়ের ব্যাপার। ওই সময়ই দেখা গেল, প্রিমিয়ার লিগের ট্রফিটা মাঠে ঢুকছে। পরে সেটি তুলে দেওয়া হলো শিরোপাজয়ী অধিনায়ক নাসির হোসেনের কাছে। আর তাতেই নিশ্চিত হলো, প্রায় এক যুগ পর ট্রফি নিয়ে উদযাপন করতে পারল প্রিমিয়ার লিগের কোনো দল।

এবারের প্রিমিয়ার লিগ শুরুর আগেই সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বেশ আয়োজন করেই উদ্বোধন করেছিলেন লিগের। ১২টি ক্লাবের ১২ জন অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। শেষ পর্যন্ত এই ট্রফি শিরোপাজয়ী অধিনায়কের হাতে উঠবে কি না, সেটিরই ছিল অপেক্ষা। আজ দুপুরেই বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল আহমেদ চৌধুরী নিশ্চিত করলেন, ট্রফিটা আজ ম্যাচ শেষেই তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

দুপুরের মধ্যে শেখ জামাল হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে যায়, ট্রফিটা বিকেএসপিতেই কোনো দল পাচ্ছে। এর আগে অনেক বছর ধরে প্রিমিয়ার লিগের কোনো দল ট্রফি পায়নি। সর্বশেষ ২০০৬ সালে শিরোপা পাওয়ার পর পর ট্রফি নিয়ে উদযাপন করতে পেরেছিল ওল্ড ডিওএইচএস।

 

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন