বিজ্ঞাপন

বল হাতে মাশরাফি, ব্যাট হাতে শান্ত

April 5, 2018 | 6:33 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

সুপার সিক্সের শেষ ম্যাচে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল আবাহনী। ম্যাচ জিতে ডিপিএলের ১৯তম শিরোপাটা এবার ঘরেই আনলো আবাহনী। রূপগঞ্জের বিপক্ষে এই ম্যাচেও উইকেট নিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের (৩৯) রেকর্ডের মালিক মাশরাফি বিন মর্তুজা।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক আসরে সর্বাধিক ৩৫ উইকেটের রেকর্ড গত আসরে গড়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। গাজীর সেই পেসারের রেকর্ড এবার ভেঙে দিলেন নড়াইল এক্সপ্রেস।

রূপগঞ্জের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে ৬ ওভারে ৩০ রান খরচায় ১টি উইকেট নিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। ডিপিএলের পুরো মৌসুমে ১৬ ম্যাচে ১২৮.৫ ওভারে ৫৭০ রান খরচায় সর্বোচ্চ উইকেট (৩৯) নিয়েছেন মাশরাফি। এক ম্যাচে পেয়েছেন সর্বোচ্চ ৬ উইকেট।

বিজ্ঞাপন

মাশরাফির সমান ম্যাচ খেলে ২৯ উইকেট নিয়ে উইকেট সংগ্রহের তালিকার দুই নম্বরে আছেন রূপগঞ্জের বোলার আসিফ হাসান। সমান ম্যাচ খেলে ২৯ উইকেট নিলেও স্ট্রাইক রেটে পিছিয়ে থেকে তালিকার তিন নম্বরে আছেন রূপগঞ্জের মোহাম্মদ শহীদ এবং প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা। ১১ ম্যাচ খেলে ২৮ উইকেট নিয়ে এই মৌসুমের উইকেট শিকারের তালিকার পাঁচে আছেন কাজী অনিক।

ব্যাট হাতে এবার সবচেয়ে বেশী আলো জ্বালিয়েছেন আবাহনীর নাজমুল হাসান শান্ত। ১৬ ম্যাচে ৪টি শতক ও ২টি অর্ধশতকে ৭৪৯ রান তুলে এবারের মৌসুমে সবার শীর্ষে আছেন শান্ত। সমান ম্যাচ খেলে মাত্র ৫ রানে পিছিয়ে থেকে রান সংগ্রহের তালিকায় দুই নম্বরে আছেন আবাহনীর আরেক ব্যাটসম্যান এনামুল হক। এবারের মৌসুমে ২টি শতক ও ৪টি অর্ধশতক তুলেছেন এই ব্যাটসম্যান।

চলতি মৌসুমে ৭২০ রান নিয়ে রান সংগ্রহের তালিকায় তিনে আছেন রূপগঞ্জের নাঈম ইসলাম। এবারের মৌসুমে ১টি শতক এবং ৬টি অর্ধশতক পেয়েছেন তিনি। প্রাইম দোলেশ্বরের ফজলে মাহমুদ আছেন তালিকার চার নম্বরে। ১৬ ম্যাচে ২টি শতক এবং ৩টি অর্ধশতক সহ ৭০৮ রান তুলেছেন এই ব্যাটসম্যান। অন্যদিকে এক মৌসুমে সর্বোচ্চ ৫টি শতক তুলেও তালিকার পাঁচে থাকতে হলো কলাবাগানের মোহাম্মদ আশরাফুলকে। ১৩ ম্যাচে ৫ শতকের সঙ্গে ১টি অর্ধশতক তুলেও তালিকার পাঁচ নম্বরে থাকলেন বাংলাদেশ দলের সাবেক এই ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন