বিজ্ঞাপন

যে কারণে অধিনায়কত্ব নেননি মাশরাফি

April 5, 2018 | 8:36 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

আবাহনীর শিরোপা জয় শেষ, বিকেএসপির মাঠে তুলে দেওয়া হবে ট্রফি। ঘোষক ভুলে মাশরাফি বিন মুর্তজার নাম বলে ফেললেন অধিনায়ক হিসেবে। মাশরাফি সঙ্গে সঙ্গেই শুধরে দিয়ে বললেন, নাসির অধিনায়ক। আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, তবে এবার কাগজে কলমে অধিনায়ক ছিলেন না। পরে ম্যাচ শেষে মাশরাফি নিজেই বললেন, এবার নিজেই একটু নির্ভার হয়ে থাকতে চেয়েছেন বলে দায়িত্ব নেননি।

জাতীয় দলের অধিনায়ক অনেক দিন থেকেই, গত বছর অবশ্য ছেড়ে দিয়েছেন টি টোয়েন্টির দায়িত্ব। এবার দুর্দান্ত বল করেছেন লিগে, ৩৯ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। মাশরাফি বললেন, বোলিংয়ে মনযোগ দেওয়ার জন্য এবার টস করতে নামেননি।

‘আমি চেয়েছি নাসিরই করুক বেশিরভাগ জিনিসগুলো। যখন খুব প্রয়োজন হয়েছে, তখন আমি করেছি। আমি একটু রিলাক্স থাকতে চেয়েছি। ব্যক্তিগত ভাবে আরও কোন কারন নেই, একটু রিলাক্স থাকার জন্যই করা। সত্যি কথা বলতে খেলাটাকেই মনটা বেশি দেওয়ার জন্য অধিনায়কত্ব করিনি। আমি জানতাই ১৬টা ম্যাচ খেলবো। অধিনায়কত্ব করলে মাঠে অনেক কিছুই করতে হয়। এই কারনে আমি রিলাক্স থেকে বোলিংটা উপভোগ করতে চেয়েছি।’

বিজ্ঞাপন

অবশ্য সরাসরি না করলেও সতীর্থদের উদ্দীপ্ত করা বা বোলারদের সঙ্গে কথা বলার কাজটা তো আর থেমে থাকেনি। আজও সতীর্থ বোলাররা যখন লাইন খুঁজে পেতে ব্যর্থ, মাশরাফি গিয়ে কথা বলেছেন। টস না করেও মাশরাফিই তো ছিলেন নেতা।

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন