বিজ্ঞাপন

আইপিএল থেকে ছিটকে গেলেন রাবাদা!

April 5, 2018 | 9:02 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারে মৌসুম শুরুর আগেই ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার ম্যাচ টেস্ট সিরিজ শেষে বেশ অস্বস্তিতে ভুগছিলেন। স্ক্যান করার পর বৃহস্পতিবার (৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাবাদা ইনজুরিতে পড়েছেন বলে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে টানা বোলিংয়ের কারণে চাপে পড়েছেন প্রোটিয়া এই পেসার। সিরিজের চতুর্থ টেস্টে কোমরে ব্যাথা অনুভব করেন। এরপর স্ক্যান করে ইনজুরির বিষয় নিশ্চিত করা হয়। প্রোটিয়া চিকিৎসক ডা. মাহমুদ জানিয়ে দিলেন আগামী তিনমাস বিশ্রামে থাকতে হবে এই পেসারকে, ‘আগামী তিনমাস মাঠের বাইরে থাকতে হবে রাবাদাকে। জুলাইতে আসন্ন সিরিজের আগেই রিহ্যাবের মাধ্যমে তাকে প্রস্তুত করতে হবে।’

আইপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিনে (৮ এপ্রিল) কিংস ইলেভেন পাঞ্চাবের মুখোমুখি হবে দিল্লি। ৪.২ রূপিতে এবার রাবাদাকে দলে নিয়েছিল টিম দিল্লি। কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট শেষ হওয়ার পর প্রোটিয়া চিকিৎসক জানালেন অতিরিক্ত প্রেসারই কাল হয়ে দাঁড়ালো রাবাদার। তাই এখন বিশ্রামে থাকতে হবে।

বিজ্ঞাপন

বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া চার ম্যাচ টেস্ট সিরিজে একাই নিয়েছিলেন ২৩ উইকেট। দেশের হয়ে টানা চারটি টেস্ট খেলেছেন রাবাদা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে হয়েছিলেন সিরিজ সেরা। কিন্তু সিরিজ শেষে ইনজুরিতে পড়ে আইপিএল মিশন বাদ দিতে হচ্ছে তাকে। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এবারের মৌসুমে পুরোসময়েই হয়তো দেখা যাবে না রাবাদাকে।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন