বিজ্ঞাপন

ডাক পেলেও আইপিএলে খেলবেন না আফ্রিদি

April 6, 2018 | 1:33 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

এমনিতেই নানা বিতর্ক চলছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একসময় মাঠ কাঁপানো তারকা শহীদ আফ্রিদিকে নিয়ে। আর এই সময়েই পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার এবার বলে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেলেও খেলবেন না। বৃহস্পতিবার (৫ এপ্রিল) এমনইটাই জানিয়েছেন আফ্রিদি।

৩৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে আইপিএল খেলবেন না বলে জানিয়েছেন। টুইটারের পোস্টে তিনি লেখেন, ‘তারা আমাকে ডাকলেও আমি আইপিএলে খেলবো না। আমার কাছে পাকিস্তান সুপার লিগই (পিএসএল) সবচেয়ে বড়। একদিন আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল। আমি পিএসএলকে উপভোগ করি তাই আমার আইপিএলে যাওয়ার প্রয়োজন নেই। আমি আইপিএল উপভোগ করি না।’

বিজ্ঞাপন

সম্প্রতি জম্মু এবং কাশ্মীর নিয়ে মন্তব্যে করায় বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। যে কারণে ভারতীয় কয়েকজন ক্রিকেটারের কাছে সমালোচিত হতে হয়েছে তাকে। সাবেক এই ক্রিকেট তারকার মন্তব্যে সমালোচনা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, গৌতম গম্ভীর এবং শিখর ধাওয়ান সহ অনেকেই।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরেরজামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় ইনু-শিরীনের সন্তোষ প্রকাশ সব খবর...
বিজ্ঞাপন