বিজ্ঞাপন

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ণে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

October 24, 2021 | 4:09 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমি ইতোমধ্যে এটা নিয়ে কথা বলেছি। সংখ্যালঘু সুরক্ষা আইন নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (২৪ অক্টোবর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক ছাত্রলীগ নেতার নাম আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল এসব না। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অপরাধী ছাত্রলীগ হোক বা আর যে দলেরই হোক তার বিচার হবে। অপরাধী কিন্তু অপরাধীই, তার বিচার হবে।

আওয়ামী লীগ অবশ্যই অসম্প্রাদায়িক রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকেও সে দীক্ষাই দীক্ষিত করেছেন বলে জনগণ সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝুঁকে না। সেক্ষেত্রে কেউ যদি ব্যক্তিস্বার্থে অন্যায় করে সেটাও অন্যায় এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন