বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার নতুন শুরু চান পন্টিং

April 6, 2018 | 5:17 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

সময়টা ভালো যাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হার আর একইসঙ্গে বল টেম্পারিং কেলেঙ্কারি। সিরিজ শেষে আবার টেস্ট র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়া, সবমিলিয়ে অগোছালো হয়েই পড়েছে অস্ট্রেলিয়া। তবে এখান থেকেই দলকে নতুন করে শুরু করার কথা বললেন অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরে ১০২ পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে টেস্ট র‌্যাংকিংয়ে চার নম্বরে নেমেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বাজেভাবেই। তবে অজি অধিনায়ক মনে করছেন দলের এমন সময়ে নতুন করেই সবাইকে তৈরি হতে হবে।

কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঘটনায় ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর ক্যামেরন ব্যানক্রাফটকে নিষিদ্ধ করা হয়েছে নয় মাসের জন্য। এই ঘটনার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে অস্ট্রেলিয়াকে ঘিরে।

বিজ্ঞাপন

তবে বল টেম্পারিং ঘটনায় অবাক হলেও ক্রিকেট সংস্কৃতি নিয়ে সমালোচনার ঝড় যে একটু বেশিই হয়েছে সেটাই বললেন পন্টিং, ‘সংস্কৃতির বিতর্ক আসলেই বেশ হাস্যকর। কারণ হিসেবে বলতেই পারি মাস কয়েক আগের কথা। অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতেছিল, কিন্তু তখন সংস্কৃতির বিতর্ক তখন আসেনি।’

বল টেম্পারিংয়ের ঘটনায় হতবাক হয়েছেন পন্টিং। নায্যভাবে খেলতে পারেনি অস্ট্রেলিয়া এমনটাই বললেন সাবেক এই অধিনায়ক, ‘সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আমি অবাক হয়েছি। মাঠে যা ঘটছে, তা আমি নিতে পারিনি।’

বিজ্ঞাপন

‘পরিচ্ছন্ন খেলা না খেলেই এই এমন প্রতিক্রিয়া এসেছে। তবে প্রতিক্রিয়া অনেক বেশি হয়েছে। একজন অস্ট্রেলিয়ান হিসেবে বলছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও পরিচ্ছন্ন খেলা খেলতে পছন্দ করি। আমাদের সমর্থকেরাও তাই আশা করেন।’

যা হয়েছে সব ভুলে এবার নতুন করে শুরু করতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। এমন পরামর্শ দিয়েছেন পন্টিং, ‘ভালো খবর এটাই যে, টেস্ট সিরিজ শেষ হয়েছে। খেলোয়াড়রা নিজেদের নতুন করে গুছিয়ে নেয়ার জন্য কয়েক সপ্তাহ সুযোগ পাবে।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন