বিজ্ঞাপন

মেয়েদের নিয়ে বিকল্প লিগের চিন্তা

April 6, 2018 | 8:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকাঃ নারী ফুটবল ভালো করছে। তারই ধারাবাহিকতায় ফের লিগ চালুর পরিকল্পনা করেছিল বাফুফে। তবে, সেই জায়গা থেকে সরে এসেছে দেশের ফুটবল অভিভাবক। লিগের বদলে এ বছর কর্পোরেট লিগের আয়োজনের চিন্তা করছে ফেডারেশন।

এ বছর টানা সূচির মধ্যে ব্যস্ত থাকবে মেয়েরা। তাই লিগের চিন্তা থেকে সরে এসেছে বাফুফে। বিকল্প লিগ হিসেবে কর্পোরেট লিগ চালু করার চিন্তা করেছে তারা। এজন্য কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানও নাকি যোগাযোগ করছে ফেডারেশনের সঙ্গে।

এমনটাই জানালেন ফিফা কাউন্সিল মেম্বর, বাফুফের সদস্য এবং মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ৪-৬টি দল খেলবে এতে।

বিজ্ঞাপন

নারী ফুটবলে ব্যস্ত আন্তর্জাতিক শিডিউল। সাফ, এএফসি ও মে মাসের ব্যাংককের ফুটসাল আসর নিয়ে ছয়টি টুর্নামেন্ট। তাই এবার লিগ আয়োজনের সময় পাওয়া যাবে না।

ব্যস্ত সূচিতে ফের লিগ আয়োজনের চিন্তা থেকে সরে তাই এই বিকল্প লিগের পথেই হাটছে বাফুফে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন