বিজ্ঞাপন

কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদকেন্দ্র উদ্বোধন

October 28, 2021 | 11:17 pm

সারাবাংলা ডেস্ক

কলকাতা প্রেস ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু সংবাদকেন্দ্র উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তথ্যমন্ত্রী তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের সময় সর্বাত্মক সহযোগিতা ও সহায়তার জন্য ভারত সরকার ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতায় ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই সংবাদকেন্দ্র উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ যে সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছরপূর্তি উদযাপন করছে, সে সময় বঙ্গবন্ধুর নামে কলকাতা প্রেস ক্লাবে সংবাদকেন্দ্র  স্থাপন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের আরেকটি মাইলফলক।

কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, বাংলাদেশের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন ও প্রেস ক্লাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদকেন্দ্রের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ

ড. হাছান এসময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অকুণ্ঠ সহায়তা এবং হাজার হাজার ভারতীয় সেনাসদস্যের প্রাণদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খবর সারাবিশ্বে ছড়িয়ে দিতে কলকাতা প্রেস ক্লাব যে বিশাল ভূমিকা রেখেছে, তা ভোলার মতো নয়।

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সহায়তায় স্থাপিত এই সংবাদকেন্দ্রে কম্পিউটার, প্রদর্শনী হল, লাইব্রেরি ও প্রজেক্টরসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল সুবিধা রয়েছে। এর আগে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

কলকাতা প্রেস ক্লাব প্রেসিডেন্ট স্নেহাশিস সুর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ সংবাদকেন্দ্র স্থাপন আমাদের জন্য গর্বের বিষয়। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করায় ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এ সংবাদকেন্দ্র প্রতিষ্ঠার অর্থ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে  প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের জন্য এই কেন্দ্র  উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এদিন দুপুরে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। তথ্যমন্ত্রী এসময় স্পিকারকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠক শেষে বাংলাদেশে কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়িটি সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পাবনা জেলায় অবস্থিত বাড়িটিসহ সেখানে সুচিত্রা সেনের স্মৃতি সংরক্ষণের দায়িত্ব পালন করেন।

চার দিনের সরকারি সফর শেষে আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) তথ্যমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন