বিজ্ঞাপন

হলুদ বেলুন উড়িয়ে বার্সার জরিমানা?

April 7, 2018 | 10:32 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত বছরের নভেম্বরে এফএ কাপের ম্যাচে জামায় হলুদ ফিতা বেঁধে রেখেছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে জানাতে এমন কাণ্ডে বিশ হাজার পাউন্ড জরিমানাও গুণতে হয়েছিল তাকে। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচে হলুদ বেলুন উড়িয়ে জেলে থাকা কাতালান নেতাদের মুক্তির দাবি জানিয়েছে বার্সেলোনা সমর্থকরা। যে কারণে এবার জরিমানার মুখে পড়তে পারে বার্সা।

গার্দিওলাকে অবশ্য জরিমানার পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। জরিমানার পাশাপাশি মাঠে কোনো ধরনের রাজনৈতিক বার্তা বহন করার ব্যাপারেও সতর্ক করা হয়েছিল তখন। এবার ন্যু ক্যাম্পে বার্সা সমর্থকদের এমন বিতর্কিত আচরণের পর ক্লাবটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে উয়েফা। উয়েফা ডিসিপ্লিনারি ভঙ্গ করায় ইতোমধ্যেই বার্সার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে শুধু জরিমানাই নয়, বার্সাকে দেয়া হতে পারে শাস্তিও।

বিজ্ঞাপন

বার্সার মাঠে কাতালুনিয়ার স্বাধীনতার স্বপক্ষে আওয়াজ তোলেন সমর্থকরা। ম্যাচের প্রথমার্ধেই শুরু হয়েছিল রাজনৈতিক এই প্রতিবাদ। প্রচুর হলুদ বেলুন উড়িয়ে প্রতিবাদ করার সময় কিছু বেলুন মাঠের ওপর এসে পড়ে। তবে এ কারণে শুধুমাত্র মাঠে কোনো জিনিস ছুঁড়ে মারার অপরাধের আচরণবিধির আর্টিক্যাল ১৬ (২) লঙ্ঘনের অভিযোগ করা হয়।

গত অক্টোবরে সরকারি অনুমতি ছাড়া স্বাধীনতার পক্ষে গণভোট নেয়া রাজনীতিবিদরা গ্রেফতার হয়। জেলে থাকা রাজনীতিবিদদের হয়ে বার্সা সমর্থকরা হলুদ বেলুন উড়িয়ে প্রতিবাদ করেছে এমনটাই বলা হচ্ছে।

শুক্রবার (৬ এপ্রিল) বার্সার বিরুদ্ধে অভিযোগ গঠন করে উয়েফা গভর্নিং বডি। তবে শুধুমাত্র মাঠে কোনো জিনিস ছুঁড়ে মারার অপরাধে আচরণবিধির আর্টিক্যাল ১৬ (২) লঙ্ঘন করার কথা উল্ল্যেখ করা হয়। তবে এ সময় কোন ধরনের রাজনৈতিক কারণ উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আগামী ৩১ মে। তখনি বোঝা যাবে ক্লাব বার্সা কি শাস্তি পাচ্ছে, নাকি সতর্কবার্তা।

 

সারাবাংলা/এসএন /এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন