বিজ্ঞাপন

ইসরাইলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নরেন্দ্র মোদি: বেনেট

November 3, 2021 | 3:46 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরাইলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার (২ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে মোদির সঙ্গে সাক্ষাতের সময় এ মন্তব্য করেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে দুই প্রধানমন্ত্রী প্রাণবন্ত সময় কাটাচ্ছেন। তাদের সাক্ষাতের সময় নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে নাফতালি বেনেট বলেন, ‘আপনি ইসরাইলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি’। এ কথার জবাবে নরেন্দ্র মোদি বলেন, ‘ধন্যবাদ, ধন্যবাদ’। মোদিকে উদ্দেশ্য করে বেনেট বলনে, ‘আমার দলে যোগ দিন’। এ কথার জবাবে অবশ্য হেসে উঠেন মোদি।

কপ২৬ জলবায়ু সম্মেলনের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদি ও নাফতালি বেনেট। ইসরাইলের প্রধানমন্ত্রী এ সাক্ষাতকার বিষয়ে টুইটারে বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। নরেন্দ্র, দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপনার ঐতিহাসিক ভূমিকার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এক সঙ্গে আমরা ভারত ও ইসরাইলের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে পারি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন