বিজ্ঞাপন

দক্ষিণ চীন সাগরে লাগাতারা মার্কিন মহড়ার জবাবে তৎপর চীন

November 3, 2021 | 4:43 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সামরিক বাহিনী বুধবার থেকে পূর্ব চীন সাগরে এক সপ্তাহব্যাপী গোলাবারুদ প্রশিক্ষণ শুরু করেছে। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ওই অঞ্চলে মার্কিন-জাপান যৌথ মহড়ার পটভূমিতে এ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে চীন। দক্ষিণ চীন সাগরে সামরিক প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। ওই দিন থেকেই পূর্ব চীন সাগরে মহড়া শুরু করল চীন।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরে মার্কিন-জাপান যৌথ মহড়াকে মোকাবিলা করতেই চীনের এমন মহড়ার উদ্যোগ।

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিমটিজ শ্রেণীর বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় জাপানের জেএস কাগার সঙ্গে মহড়া চালাচ্ছে। এ মহড়ায় স্থল ও আকাশ বাহিনীর মধ্যে সমন্বয় ঘটিয়ে শত্রুর উপর হামলার প্রশিক্ষণ হয়েছে। তাইওয়ানের পার্শ্ববর্তী অঞ্চলে মার্কিন-জাপানের এমন যৌথ মহড়া চীনের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে।

বেইজিংভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সাউথ চায়না সি স্ট্র্যাটেজিক সিচুয়েশন প্রবিং ইনিশিয়েটিভের তথ্যানুসারে, চলতি বছরে এ নিয়ে নয়বার আমেরিকান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বিতর্কিত জলসীমায় মহড়া চালিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন