বিজ্ঞাপন

বরিশালে গণপরিবহন বন্ধ, পথে পথে যাত্রীদের ভোগান্তি

November 5, 2021 | 5:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বরিশালের নথুল্লাবাদ ও রূপাতলী বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় পণ্যবাহী ট্রাকও চলাচল করতে দেখা যায়নি। বাস না পেয়ে যাত্রীরা বিকল্প উপায়ে যাতায়াত করছেন।

বিজ্ঞাপন

তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান বলেন, ‘লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে। তবে লঞ্চ চলবে কিনা তা নিয়ে মালিক আলোচনা করছেন।’

নথুল্লাবাদ বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার বলেন, ‘এ পরিস্থিতিতে যাত্রীবাহী পরিবহনে ভাড়া বাড়ানো ছাড়া চালানো সম্ভব নয়। তাই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সারাদেশে পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।’

বিজ্ঞাপন

কাওসার হোসেন বলেন, ‘এর আগে বিভিন্ন সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করা হতো। এবার জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়নি।’

এদিকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় তিন চাকা ও দুই চাকার যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে মহাসড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন