বিজ্ঞাপন

ধর্মঘটেও স্বাভাবিক হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম

November 6, 2021 | 10:21 pm

লোকাল করেসপন্ডেন্ট

হিলি: সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট চললেও স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম। সেইসঙ্গে স্বাভাবিক রয়েছে বন্দরে লোড-আনলোডের কার্যক্রম, বন্দর থেকে পণ্য পরিবহন করতে দেখা গেছে ট্রাক চালকদের।

বিজ্ঞাপন

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই হিলি বন্দরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক।

তিনি জানান, সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও আমাদের হিলি স্থলবন্দরে এর কোন প্রভাব পড়েনি। সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে বন্দরে পণ্য নিতে ৭৩টি বাংলা ট্রাক প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে পরিবহন ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন স্থানে পণ্য পাঠাতে আমাদের একটু সমস্যায় পড়তে হচ্ছেল। যদিও কিছু ট্রাক চলছে তারা দ্বিগুণ ভাড়া নিয়ে পণ্য পরিবহন করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন