বিজ্ঞাপন

ব্যাংকে নিয়োগের প্রশ্নফাঁস: জড়িত কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে

November 11, 2021 | 8:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ব্যাংকে নিয়োগের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন, সাবেক কর্মকর্তা সোহেল রানা এবং ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এ বি জাহিদকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর লিয়াকত আলী তিন আসামিকে আদালতে হাজির করে বাড্ডা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রত্যেকের দশ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, এই মামলায় গ্রেফতার আরও ৫ আসামির গতকালকে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন পুলিশ।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত প্রশ্নফাঁসের মূলহোতা আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল (২৬), জনতা ব্যাংকের গুলশান শাখার অফিসার শামসুল হক শ্যামল (৩৪) ও পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান মিলন (৩৮) এর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর দুই আসামি রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন (৩০) ও চাকরিপ্রার্থী রাইসুল ইসলাম স্বপনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন