বিজ্ঞাপন

রাজশাহী কিংসে কিউই কিংবদন্তি

April 7, 2018 | 7:20 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা বিপিএলের ষষ্ঠ আসর। বিপিএলে প্রথমবার পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। রাজশাহী কিংস তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কিউই সাবেক এই অলরাউন্ডার।

কলকাতায় ভেট্টোরিকে জার্সি তুলে দেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক ও পরিচালক আব্দুর রাজ্জাক। আগামী দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভেট্টরি। ২০১৬ ও ২০১৭ সালে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পালন করেন স্থানীয় কোচ সরওয়ার ইমরান।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে কোচের দায়িত্ব পালন করা ভেট্টোরির সঙ্গে চুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে নিশ্চিত করেছে রাজশাহী কিংস।

এর আগে মার্চের প্রথম সপ্তাহে রাজশাহীতে ভেট্টোরির যোগদানের বিষয়টি জানিয়েছিল রাজশাহী কিংস।

বিজ্ঞাপন

রাজশাহী কিংস জানায়, ‘বিশেষজ্ঞ কোচের অভিজ্ঞতা থেকে রাজশাহী কিংসকে সহায়তা করবে ভেট্টোরি। তবে তার কাছ থেকে স্থানীয় খেলোয়াড়দের শিখতে হবে এবং দক্ষতা প্রয়োগ করতে হবে।’

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও ইংল্যান্ডের টি-২০ ব্ল্যাস্টে মিডলসেক্সের কোচের দায়িত্ব পালন করছেন ভেট্টোরি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন