বিজ্ঞাপন

সৌদি আরবের উপহারের ৩২ লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর আজ

November 16, 2021 | 9:11 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ৩২ লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হবে মঙ্গলবার (১৬ নভেম্বর)।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল সাড়ে ১০টায় ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও।

বিজ্ঞাপন

এর আগে গত ৯ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাচ্ছি আমরা।’

সারাবাংলা/এসবি/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন