বিজ্ঞাপন

সংসদের ২০তম অধিবেশন বসছে রোববার

April 7, 2018 | 9:58 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসবে রোববার বিকেল পাঁচটায়। সংক্ষিপ্ত এ অধিবেশনের মেয়াদকাল ঠিক করতে এর আগে বিকেল ৪টায় বসছে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক।

আগামী জুনে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনের আগে ৬০ দিবসের বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে গত ২১ মার্চ এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয় নতুন অধিবেশনের মেয়াদ ৪ থেকে ৫ দিন হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম ও ২০১৮ সালের প্রথম অধিবেশন শেষ হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী, অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা ৯ মিনিট আলোচনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআই/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন