বিজ্ঞাপন

যে কেউ বিনিয়োগের জন্য এলে স্বাগত জানাবো: পরিকল্পনামন্ত্রী

November 21, 2021 | 11:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা বিনিয়োগের পরিবেশ তৈরি করেছি। এখন যেকেউ বিনিয়োগের জন্য আসতে পারে। আমরা তাদের স্বাগত জানাবো।

বিজ্ঞাপন

রোববার (২১ নভেম্বর) ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সমৃদ্ধি ও অগ্রযাত্রা বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরাটন হোটেলে স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার মাধ্যমে ১৬ কোটি মানুষের স্বপ্ন যেমন পূরণ হয়েছে, তেমনি বাংলাদেশের সক্ষমতাও প্রমাণিত হয়েছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দরসহ মেগা প্রকল্পগুলো আগামীর বদলে যাওয়া বাংলাদেশের চিহ্ন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছি আমরা। এখন শুধু কাজ আর কাজ করে যেতে হবে।’

বিজ্ঞাপন

সভায় সালমান এফ রহমান বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার এই সময়। টেকসই অর্থনীতির জন্য আমাদের নতুন নতুন খাতে বিনিয়োগ বাড়াতে হবে। আগামীতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল অবকাঠামো তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ৫০ বিলিয়ন ডলার রফতানি করে কাজে লাগাতে হবে।’

শাহরিয়ার আলম বলেন, ‘পোশাক খাত এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে জাপান, চীন, ভারতে প্রচুর রফতানির সম্ভাবনা রয়েছে। এটিকে কাজে লাগাতে হবে। সেই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার সে প্রচেষ্টা অব্যাহত আছে।’

বিজ্ঞাপন

এফআইসিসিআইএ’র প্রেসিডেন্ট রুপালী চৌধুরির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান এফ রহমান। আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নিহাদ কবির, এইচএসবিসির বাংলাদেশের সিইও মাহবুবউর রহমান।

এতে আরও অংশ নেন জাপানের রাষ্ট্রদূত ইটো নাওকি, নেদাল্যান্ডের সহকারী মিশন প্রধান পাউলা রোজ স্কিনডিলার, কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাংক কেনু এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিস্মরণীয় এক নাম’‘দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়েই সমস্যা’স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংকব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে উজবেকিস্তানে বিজনেস সামিট ২৬-২৭ মেআরও ৩৯ হাজার গৃহহীন ঘর পাচ্ছেন, চোখেমুখে ইদের আনন্দউইন্ড অব চেঞ্জ-এর নতুন গান ‘দুই কুলে সুলতান’বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিবচমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রস্তাবিত জায়গা ‘দখলমুক্ত’সিরিজ ও সিনেমা মিলিয়ে ১২টি নতুন প্রযোজনা নিয়ে ফিল্ম সিন্ডিকেট৩ বছরে গৃহহীন-ভূমিহীনদের ১৩ লাখ ঘর উপহার প্রধানমন্ত্রীর সব খবর...