বিজ্ঞাপন

খালেদা জিয়া ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ফখরুল

November 22, 2021 | 6:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইস্যু এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় হবে।

বিজ্ঞাপন

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সরাবাংলাকে এসব তথ্য জানান বিএনপির চেয়াপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘যেকোনো প্রয়োজনে, যেকোনো সময় ডাকলেই যেসব সাংবাদিক বন্ধুকে আমরা পাশে পাই, তাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু সংবাদ সংগ্রহ ও প্রচার নয়, চলমান সংকট এবং ম্যাডাম (বেগম খালেদা জিয়া) ইস্যুতে সাংবাদিক বন্ধুদের মতামত জানতে চান তিনি।’

উল্লেখ্য, গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ বছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

বিজ্ঞাপন

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজা’য় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকার সেই আবেদন আমলে নেয়নি। যদিও এ বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্য হলো, সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে। বিদেশে যেতে হলে কারাগারে ফিরে আবেদন করতে হবে।

সারাবাংলা/এজেড/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন