বিজ্ঞাপন

প্রতিশোধ নেবে রিয়াল!

April 8, 2018 | 2:01 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

লা লিগায় এবারের মৌসুম প্রায় শেষের দিকে। মৌসুম শেষের আগে বার্সেলোনা ৭টি এবং রিয়াল মাদ্রিদ খেলবে ৮টি ম্যাচ। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা বার্সা লিগ শিরোপা জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে। হয়তো মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোর আগেই শিরোপা নিশ্চিত করে ফেলবে কাতালানরা। কিন্তু চ্যাম্পিয়ন হলেও বার্সার নিয়মভাঙা প্রতিশোধ নেবে রিয়াল।

গত ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল রিয়াল। শিরোপা জয়ের আট দিন বাদে এল ক্লাসিকোতে বার্সা মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদের। শিরোপা জেতার পর রিয়ালের বিপক্ষে ম্যাচে গার্ড অব অনার দেওয়ার কথা কথা থাকলেও তা দেয়নি কাতালানরা। বার্সার সেই নিয়ম ভাঙার জবাব রিয়াল ফিরিয়ে দেবে এমনটা জানিয়ে রাখলেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

এ প্রসঙ্গে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গত বছরের ২৩ ডিসেম্বরের কথা মনে করিয়ে দিলেন জিদান, ‘আমি জানি না আপনারা আমাকে কেন বার বার গার্ড অব অনারের কথা জিজ্ঞেস করেন। আমি স্পষ্ট বলে দিয়েছি বার্সাকে গার্ড অব অনার দেওয়া হবে না। আমার সিদ্ধান্ত এটাই। আমরা শিরোপা থেকে অনেক দূরে থাকলেও এটা নিয়ে আর ভাবছি না। বার্সা ঐতিহ্য ভেঙেছে।’

বিজ্ঞাপন

ক্যাম্প ন্যু’তে আগামী ৬ মে লা লিগা মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে মোকাবিলা করবে বার্সা। ওই ম্যাচের আগে লিগে আরও চারটি ম্যাচ খেলবে কাতালানরা। লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ হারলে এবং ক্লাব বার্সা টানা চার ম্যাচে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হবে মেসি-ইনিয়েস্তাদের। নিয়মানুযায়ী লিগ চ্যাম্পিয়ন বার্সাকে গার্ড অব অনার দেয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত করবে রিয়াল।

রোববার অ্যাতলেতিকোকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাতে চান জিদান। তাই আপাতত সেদিকেই মনোযোগ দিচ্ছেন তিনি, ‘অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচে কিভাবে তিন পয়েন্ট নেয়া যায় সেটাই আপাতত ভাবছি। এখন ব্যবধান কমানোই একমাত্র লক্ষ্য।’

বিজ্ঞাপন

বার্সা কোচ অবশ্য বলেই দিয়েছেন এর কারণ, ‘গার্ড অব অনার এমন নয় যে আমি পাইনি তাই কাউকে দেবো না। এটি বাধ্যতামূলক কিছু না। দুই দলের খেলোয়াড়দের সম্মতিতেই এটা দেয়া হয়। আর এই নিয়ম কয়েকবছর আগেই ভেঙেছে।’

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন