বিজ্ঞাপন

রাজশাহীর ১৩ ইউপির ১০টিতে আ.লীগ, বিদ্রোহী ২ ও ১টিতে স্বতন্ত্র জয়ী

November 28, 2021 | 11:31 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর দুই উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে পবার সাতটি ও মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। তবে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এর মধ্যে পবা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত চার জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে তিন জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি একটিতে স্বতন্ত্র প্রার্থী (জামায়াত নেতা) বিজয়ী হয়েছেন। তবে হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত বজলে হাসান রেজবী আগেই বিজয়ী হয়েছেন।

ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে পবা উপজেলায় বিজয়ীরা হলেন- হুজুরীপাড়া ইউনিয়নে গোলাম মোস্তফা (নৌকা), দামকুড়া ইউনিয়নে রফিকুল ইসলাম (নৌকা), বড়গাছী ইউনিয়নে শাহাদত হোসাইন সাগর (নৌাকা), দর্শনপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদত হোসেন সাব্বির (আনারস), পারিলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী সাঈদ আলী মোরশেদ (ঘোড়া), হড়গ্রাম ইউনিয়নে স্বতন্ত্র (জামায়াত নেতা) আবুল কালাম আজাদ (অটোরিকশা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, মোহনপুরের ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত সবাই জয়ী হয়েছেন। তারা হলেন- ধুরইল ইউনিয়নে দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়নে আজাহারুল ইসলাম, রায়ঘাটি ইউনিয়নে বাবলু হোসেন, মৌগাছি ইউনিয়নে আল আমিন বিশ্বাস, বাকশিমইল ইউনিয়নে আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে হযরত আলী।

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন