বিজ্ঞাপন

করের টাকা জনগণ দেয়,এটা যেন মিসইউজ না হয়: আইনমন্ত্রী

November 30, 2021 | 5:23 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করের টাকা জনগণ দেয়। এই টাকা যেন মিসইউজ না হয়। সেজন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় আয়কর দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জনগণের করের টাকা যেন অপব্যবহার না হয় সেজন্য প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। কেননা জনগণের দেওয়া করের টাকা শিক্ষা, স্বাস্থ্যসহ জনগণের কল্যাণেই ব্যয় হয়। উন্নয়নের চাহিদা মেটানোর জন্য যোগ্য সবাইকে কর দেওয়া দরকার। যত বেশি আয়কর দেওয়া যাবে, দেশ তত বেশি উন্নত হবে।

সেমিনারে এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, কর আহরণ বৃদ্ধির জন্য নতুন নতুন খাত চিহ্নিত করতে হবে। অডিটের নামে হয়রানি বন্ধ করতে হবে। এখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা আমদানি নির্ভর দেশ থাকতে চাই না। মেড ইন বাংলাদেশের কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

বিজ্ঞাপন

সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনবিআরের সদস্য আলমগীর হোসেন, সদস্য মাসুদ সাদিকসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন