বিজ্ঞাপন

কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ?

April 8, 2018 | 8:05 pm

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকাঃ অ্যান্ড্রু ওর্ড অধ্যায় বিদায়ের পর নতুন কোচ নিয়ে তোরজোড় শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাফ, এশিয়ান গেমস আর বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে তাই হাইপ্রফাইল কোচের উপরই চোখ বাংলাদেশের। শিগগিরই কোচ নিয়োগ হতে পারে বলে জানা যায়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টসূত্রের খবর, অ্যান্ড্রু ওর্ডকে নিয়োগ দেয়ার সময় আরও দু’জন কোচকে মনে ধরেছিল বাফুফের। একজন স্প্যানিশ ও আরেকজন ইতালির। এই বিশ্বকাপ জয়ী দুই দেশের কোচের একজন হতে যাচ্ছেন মামুন-জামালদের নতুন কোচ!

ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান তাবিথ আউয়াল জানান, ‘ওর্ডের নিয়োগের সময় এই দু’জনের বায়োডাটা শর্টলিস্টে ছিল। তারাই অগ্রাধিকার পাচ্ছে এবার।’

এছাড়াও সাফ ও এশিয়ান গেমসকে সামনে রেখে নতুন কোচের আওতাধীনে বিদেশের মাটিতে মামনুলদের অনুশীলন নিয়ে পরিকল্পনা সেড়ে রেখেছে ফেডারেশন।

বিজ্ঞাপন

নতুন কোচ আসলে তাকে নিয়ে জাতীয় দলের পরবর্তী ক্যাম্প ও অনুশীলন হবে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে।
তবে একটা দুশ্চিন্তাও করছে বাফুফে। লাওস ম্যাচের পর ফিরে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তার ভাজ। এর মাঝেই দ্রুত কোচ নিয়োগ দিয়ে ফিটনেসের উপরে কাজ করা হবে বলে জানা যায়।

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা ট্রেনিংটা কিভাবে করবো একই কোচের অধীনে এই সমস্যাটা দেখা দিতে পারে। সেটা নিয়েই কাজ করছি।’

অ্যান্ড্রু ওর্ডরা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বেশ ভালো কাজ করেছিলেন। তবে, বিদায়ী কোচ অ্যান্ড্রু ওর্ড ঢাকায় ফিরে আসতে চেয়েছিলেন। নতুন প্রস্তাব দিয়েছিলেন বাফুফেকে। সেই অফারে সাড়া দেয় নি ফেডারেশন এমনটাই জানা যায়।

বিজ্ঞাপন

ওর্ডের পদত্যাগের পর নতুন কোচ নিয়োগ দিতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক। চলতি মাসের ১০ তারিখ ন্যাশনাল টিমস কমিটির বৈঠক আছে। এখানে কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা যায়।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন