বিজ্ঞাপন

পরীক্ষার হলে মোবাইল, কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি

December 2, 2021 | 11:03 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনের সময় মোবাইল রাখায় একজন কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পরীক্ষার প্রথমদিনে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বাজালিয়ার কর্নেল অলি আহমদ বীর বিক্রম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নিয়েছেন।

কেন্দ্র পর্যবেক্ষক মো. নুর উদ্দিন ওই কলেজের গণিত বিভাগের শিক্ষক। ওই কেন্দ্রে এইচএসসির (ভোকেশনাল) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা চলছিল।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও ফাতেমা-তুজ-জোহরা শিক্ষক নুর উদ্দিনের কাছে মোবাইল দেখতে পান। এ সময় তিনি কেন্দ্র সচিব ওই কলেজের অধ্যক্ষ আবুল কাশেমকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কেন্দ্র সচিব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

বিজ্ঞাপন

ইউএনও ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইল রাখা ও ব্যবহার আইনত নিষিদ্ধ। একজন কেন্দ্র পর্যবেক্ষকের কাছে মোবাইল ছিল। কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

সারাবাংলা/আরডি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন