বিজ্ঞাপন

থাইল্যান্ডে ৯০০ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

December 4, 2021 | 8:24 pm

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানগামী একটি কার্গো জাহাজে তোলার আগ মুহুর্তে থাইল্যান্ডের ব্যাংকক বন্দরের কাস্টমস অফিস থেকে ৮৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (৪ ডিসেম্বর) জব্দ করা ওই ক্রিস্টাল মেথের বাজার মূল্য ৮৮ মিলিয়ন মার্কিন ডলার বলে জানানো হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬১টি সাদা সিলিকন স্ল্যাবের ভেতরে করে ক্রিস্টাল মেথ তাইওয়ানে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

থাইল্যান্ড কাস্টমসের পরিচালক পাচারা অনন্তশীল বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাইওয়ানের কর্তৃপক্ষের সঙ্গে মিলে তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন।

বিজ্ঞাপন

এদিকে, করোনা মহামারির মধ্যেও ক্রিস্টাল মেথের বাজার ছড়িয়ে পড়েছে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। অক্টোবরেই গোল্ডেন ট্রায়াঙ্গেলের (মিয়ানমার, থাইল্যান্ড) লাওস সীমান্ত থেকে ৫৫ মিলিয়ন মেথামফেটামিন ট্যাবলেট এবং দেড় টন ক্রিস্টাল মেথ ট্যাবলেট জব্দ করা হয়।

গোল্ডেন ট্রায়াঙ্গেল দীর্ঘদিন থেকেই এমফেটামিন জাতীয় মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হচ্ছে। এখনো মাদকের চালান সুদূর জাপান এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোতেও পৌঁছে যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন