বিজ্ঞাপন

নন্দীগ্রামে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ১

December 16, 2021 | 5:39 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক জন। এসময় অন্তত আটটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি এ হামলার জন্য পরস্পরকে দোষারোপ করছে। উভয় দলই নিজেদের কয়েকজন কর্মী-সমর্থকের আহত হওয়ার অভিযোগ জানিয়েছে।

বিজ্ঞাপন

ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ছুরিকাঘাতে আহত সোহাগ হোসেন (২৬) উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, আমরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে পৌর আওয়ামী লীগের অফিসে যাচ্ছিলাম। পথে পেছন থেকে বিএনপির চিহ্নিত বিভিন্ন মামলার আসামিরা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের সাত-আট জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পাল্টা অভিযেগা করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রউফ রুবেল বলেন, সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীরা নন্দীগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে বাস স্ট্যান্ডে একটি হোটেলে নাস্তা করছিল সবাই। ওই সময় আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়।

রুবেল আরও বলেন, হামলাকারীদের মধ্যে একজন আমাদের যুবদল নেতাকে ছুরিকাঘাত করে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আমাদের ১০-১২ জনকে মারধরসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কেউ ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করেনি। কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন